Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৫ বছর) প্রধান অর্জনসমূহঃ

 

জেলা সঞ্চয় অফিস/ব্যুরো,শরীয়তপুর এর প্রধান কাজ হচ্ছে অফিসের দৈনন্দিন কাজ পরিচালনা, জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, ঢাকা  কর্তৃক নির্ধারিত বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় সঞ্চয় স্কিমের বিনিয়োগ সংক্রান্ত আর্থিক ও আইনী সমস্যার সমাধান। জেলা সঞ্চয় অফিস/ ব্যুরো,শরীয়তপুর-এর মাধ্যমে 2022-23 অর্থবছরে মোট 58.88 কোটি টাকা বিনিয়োগ লক্ষ্যমাত্রার বিপরীতে 28.12 কোটি টাকা 2021-22 অর্থ বছরের মোট 41.48 কোটি টাকা বিনিয়োগ লক্ষ্যমাত্রার বিপরীতে 34.72 কোটি টাকা অর্জিত হয়েছে যা লক্ষ্যমাত্রার 83.70 শতাংশ ,2020-21 অর্থবছরে মোট 30 কোটি টাকা বিনিয়োগ লক্ষ্যমাত্রার বিপরীতে 29.25কোটি টাকা অর্জিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার 97.50 শতাংশ। অনুরুপভাবে 2018-19 ও 2019-2০ অর্থবছরে মোট বিনিয়োগ লক্ষ্যমাত্রা  যথাক্রমে 27.7 ও 28 কোটি যার বিপরীতে অর্জন হয়েছে যথাক্রমে 33.2577 কোটি এবং 17.1865 কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার যথাক্রমে 120.06 ও 61.38 শতাংশ। বিগত বছরগুলোতে ও লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের এ ধারা ছিল সন্তোষজনক। অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ: অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা (পিইএমএস)’ শীর্ষক কর্মসূচীর আওতায় ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ জুন-2019 মাস হতে জেলা সঞ্চয় অফিস/ ব্যুরো, শলীয়তপুর চালু হয়েছে। সিস্টেমটি চালুর ফলে জাতীয় সঞ্চয় স্কিমের লেনদেন কার্যক্রমে ইএফটি চালুসহ সঞ্চয়পত্র স্ক্রিপলেস করা হয়েছে এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি পেয়েছে।