সঞ্চয়পত্র ইস্যুকরণ
একজন গ্রাহক বা প্রতিষ্ঠানের আগ্রহের প্রেক্ষিতে নিম্নোক্ত ডকুমেন্টস ও অর্থ প্রদান সাপেক্ষে সঞ্চয়পত্র ইস্যু করা হয়-
১. ক্রেতা ও নমিনীর জাতীয় পরিচয়পত্র, তবে নমিনীর জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন নং ও প্রকৃত অভিবাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
২. বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত যেকোন ব্যাংকে ক্রেতার ব্যাংক হিসাব নং
৩. বিনিয়োগকারীর নিজ নামের ব্যাংক হিসাবের MICR চেকের পাতা
৪. আয়কর রিটার্ন জমাদানের হালনাগাদ রশিদ/সার্টিফিকেট-এর ফটোকপি
৫. প্রত্যেকের ২ কপি করে পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি
6. সঞ্চয়পত্রে স্বীকৃত প্রতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফান্ডের ব্যাংক হিসাবের চেক প্রদান করতে হবে। ব্যাংক হিসাবের MICR চেকেরপাতা ও ফটোকপি জমা দিতে হবে। [বিস্তারিত জানতে আমাদের দপ্তরে যোগাযোগ করুন]
7. পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে পেনশন মঞ্জুরির সত্যায়িত ফটোকপি, জিপিএফ চুড়ান্ত উত্তোলনের অনুমোদন পত্রের ফটোকপি, পেনশন বইয়ের সত্যায়িত ফটোকপি এবং পিপিও এর ফটোকপি
8. ক্রেতা ও নমিনী উভয়ের মোবাইল নম্বর প্রদান করতে হবে।
9. সঞ্চয়পত্র ক্রয় ফরম পূরণ করে, প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত আউটলেটে জমা দিলে- প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করে ও নির্ধারিত সময় শেষে, সিস্টেম জেনারেটেড সঞ্চয়পত্র প্রদান করা হয়।
সঞ্চয়পত্রের মুনাফা প্রদান
ম্যানুয়াল সঞ্চয়পত্রের ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক কুপনের ভিত্তিতে সোনালী ব্যাংকের ডেবিট ভাউচারের মাধ্যমে নগদ মূনাফা প্রদান করা হয়।
অটোমেশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে মাসিক/ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা ক্রেতার ব্যাংক হিসাবে EFTর মাধ্যমে ক্রেতার ব্যাংক হিসাবে সরাসরি প্রেরণ করা হয়।
সঞ্চয়পত্র নগদায়ন
১. মেয়াদ পূর্তিতে ম্যানুয়াল সঞ্চয়পত্রের ক্ষেত্রে সোনালী ব্যাংকের ডেবিট ভাউচারের মাধ্যমে নগদায়ন প্রদান করা হয়, আর অটোমেশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে সংশ্লিস্ট গ্রাহক/ফান্ডের ব্যাংক হিসাবে EFTএর মাধ্যমে জমা করা হয়। তবে মেয়াদ পূর্তির পূর্বেও বিশেষ ক্ষেত্রে সঞ্চয়পত্রের নগদায়ন করা যায়।
২. সঞ্চয়পত্র নগদায়নের ক্ষেত্রে সঞ্চয়পত্রের স্ক্রিপ্টসহ অফিসে গিয়ে উপস্থাপন করতে হয়।
৩. সঞ্চয়পত্র নগদায়নের সময় ক্রেতাকে স্ব-শরীরে উপস্থিত থাকতে হয়।
ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু
সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়ে গেলে অথবা আংশিক বিনষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা হয়। সঞ্চয়পত্র হারিয়ে গেলে বা পুড়ে গেলে অত্র অফিসকে তৎক্ষণাৎ অবহিত করতে হবে। একইসঙ্গে, নিম্নোক্ত কাগজপত্রাদি/ডকুমেন্টস আবেদনপত্র অত্র অফিসে জমা দিতে হবে-
- স্থানীয় থানায় জিডি করতে হবে।
- কমপক্ষে ০২টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে।
- চালানের মাধ্যমে ডুপ্লিকেট ইস্যুর ফি- সরকারী কোষাগারে জমা দিতে হবে।
- ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হলফনামা
আবেদনপত্র প্রাপ্তির এক মাস পর ডুপ্লিকেট সঞ্চয় পত্র ইস্যু করা হয়।
উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রদান
সঞ্চয়পত্রের মুনাফা হতে কর্তনকৃত উৎস করের বিপরীতে উৎসে কর কর্তন সনদ প্রদান করা হয়। এজন্য সঞ্চয়পত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে।
প্রাইজবন্ড বিক্রয়
জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক প্রণীত বাংলাদেশ প্রাইজবন্ড মওজুদ থাকা সাপেক্ষে নগদ টাকার বিপরীতে বিনিয়োগকারী/গ্রাহকের নিকট সরবরাহ করা হয়।
বাংলাদেশ প্রাইজবন্ডের ফলাফল প্রদান
প্রতি ০৩ (তিন) মাস অন্তর বাংলাদেশ প্রাইজবন্ডের ড্রয়ের ফলাফল প্রদান করা হয়। অফিস হতে সরাসরি অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।
সঞ্চয় স্কিম সম্পর্কিত তথ্য প্রদান
সঞ্চয় স্কীম সংক্রান্ত যেকোন তথ্য জানতে অফিস চলাকালীন কিংবা তথ্য প্রদানকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তথ্য পাওয়া যাবে।
গ্রাহকের তথ্য সংশোধন ও পরিবর্তন
সঞ্চয়পত্র সংশোধনের নির্ধারিত ফরম সংগ্রহ ও পূরণ করে প্রয়োজনীয় বৈধ ডকুমেন্টস সহ আবেদন করলে নির্ধারিত সময় শেষে গ্রাহকের তথ্য সংশোধন/পরিবর্তন করা যায়।
ক্রেতার মৃত্যুতে নমিনী কর্তৃক সঞ্চয়পত্র নগদায়ন/মুনাফা উত্তোলন
ক্রেতার মৃত্যুতে নমিনী কর্তৃক সঞ্চয়পত্র নগদায়ন বা মুনাফা গ্রহণ করতে চাইলে নিম্নোক্ত ডকুমেন্টস সহ অত্র দপ্তরে আবেদন করতে হবে-
- নমিনী কর্তৃক পেইং অফিসার বরাবর সাদা কাগজে আবেদনপত্র-বিস্তারিতভাবে;
- ডাক্তার এবং স্থানীয় সরকার কর্তৃক ক্রেতার মৃত্যু সনদপত্র;
- নমিনীর নাগরিকত্ব সনদ;
- নমিনী ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি;
- নমিনীর স্বাক্ষর সত্যায়িত সনদ;
- যথাযথভাবে পুরনকৃত তদন্ত ফরম;
- নমিনী অপ্রাপ্ত বয়স্ক হলে পারিবারিক আদালত কর্তৃক অভিভাবক সনদ;
- এভিডেভিট
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস